
সোমবার ২৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে ব্রিসবেনে বারবার স্টিভ স্মিথের ব্যাটের কানা ছুঁয়ে বল বেরিয়ে যায়। হতাশা প্রকট ছিল আকাশ দীপের চোখে-মুখে। প্রথম দুই টেস্টে খেলেননি। তৃতীয় টেস্টে হর্ষিত রানার পরিবর্তে খেলেন তিনি। অসাধারণ লাইন এবং লেন্থ বজায় রাখেন। অস্ট্রেলিয়ান ব্যাটারদের নিয়মিত সমস্যায় ফেলেন বাংলার পেসার। কিন্তু প্রথম ইনিংসে মাত্র এক উইকেট পান। অ্যালেক্স ক্যারিকে আউট করেন। দ্বিতীয় ইনিংসে জোড়া উইকেট তুলে নেন। তাঁর শিকার নাথান ম্যাকসুইনি এবং মিচেল মার্শ। দুই টেস্টে পাঁচ উইকেট পান আকাশ দীপ। ভারত সিরিজ হারলেও, অস্ট্রেলিয়া থেকে এক ব্যাগ অভিজ্ঞতা নিয়ে ফেরেন বাংলার পেসার। দেশে ফেরার পর বর্ডার-গাভাসকর সিরিজের বিভিন্ন বিষয় নিয়ে মুখ খোলেন।
আকাশ দীপ জানান, প্রথম দুটো টেস্টে খেলেননি তিনি। সেই সময়টা প্রস্তুতি সারতে কাজে লাগান। নেটে সময় কাটান। প্রথম অস্ট্রেলিয়া সফরে কুকাবুরা বলের সঙ্গে মানিয়ে নিতে ঘণ্টার পর ঘণ্টা নেটে কাটান। জানান, প্রথম টেস্টে তাঁকে যথেষ্ট সাহায্য করেন বুমরা। তারকা পেসারের পরামর্শ কাজে লাগিয়েই সাফল্য পান। আকাশ দীপ বলেন, 'বুমরা ভাই দীর্ঘ বছর ধরে খেলছে। ও বিশ্বের অন্যতম সেরা বোলার। ও কন্ডিশন, ব্যাটারদের মনোভাব পড়তে পারে। ও খুব সাধারণ, তবে গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়। বলে, ভাল বল করে উইকেট না পেলে মেজাজ হারিও না। তাতে আমি বুঝতে পারি, ধারাবাহিকতাই আসল। অনেক সময় আমার বলে ক্যাচ ড্রপ হয়েছে। ভারতের জার্সিতে সবে খেলা শুরু করেছি। ভাল খেলতে চাই। উইকেট না পেলে হতাশ লাগা স্বাভাবিক। তবে ওর পরামর্শ সাহায্য করেছে। ও আমাকে বলে, তুমি সবকিছু ঠিকঠাক করছ। এভাবেই বল করে যাও। উইকেট আসবে। তোমাকে ধৈর্য ধরতে হবে। ও থাকায় আমার সুবিধা হয়েছে। ওকে চোখ বন্ধ করে ভরসা করা যায়।'
বিরাট কোহলি এবং অজিঙ্ক রাহানের অধিনায়কত্বে বর্ডার-গাভাসকর ট্রফি জেতে ভারত। কিন্তু এবার রোহিত শর্মার নেতৃত্বে ভরাডুবি। অনেকেই তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলছে। বলা হচ্ছে, অফ ফর্মের ফলে আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে রোহিতের। যার প্রভাব পড়ছে নেতৃত্বে। কিন্তু রোহিতের অধিনায়কত্বে কোনও খুঁত দেখছেন না বাংলার পেসার। বরং, প্রশংসা করলেন। আকাশ দীপ বলেন, 'এমসিজিতে আমরা ভাল ক্রিকেট খেলেছি। মনে হয়েছিল ম্যাচটা ড্র হবে। সেটা হলে, অস্ট্রেলিয়া চাপে পড়ে যেত। তার আগে সিরিজ ১-১ ছিল। পঞ্চম টেস্টেও আমরা সুযোগ পেয়েছিলাম। আমরা রেজাল্ট পাইনি। তারমানে এই নয় যে আমরা খারাপ ক্রিকেট খেলেছি। বুমরা ভাই থাকলে সেটাই টার্নিং পয়েন্ট হতে পারত। আমরা ২৫০ রানের টার্গেট সেট করতে পারলে, অস্ট্রেলিয়া চাপে পড়ে যেত। বুমরা ভাই আমাদের ব্রহ্মাস্ত্র। ওর স্পেলগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রত্যেক যুগে একটা স্ট্যান্ডআউট প্লেয়ার থাকে। টিম ইন্ডিয়ায় এটা বুমরার যুগ।' রোহিত রান না পেলেও, তাঁকেই সেরা অধিনায়ক বাছলেন বাংলার পেসার। আকাশ দীপ বলেন, 'আমি আগেও বলেছি, আবার বলছি, রোহিত ভাইয়ের থেকে ভাল অধিনায়ক হয় না। ও বিশ্বের সেরা নেতা। ওর নেতৃত্বে খেলতে পেরে আমি ভাগ্যবান।' আকাশ দীপ জানান, রবিচন্দ্রন অশ্বিনের আকস্মিক অবসরে অবাক তিনি।
‘পারফরম্যান্স দেখে অবসর নিতে হলে তো....’ আইপিএলের শেষে এ কীসের ইঙ্গিত ধোনির?
'ওহে গিল, রাহানেকে ফোন করো', ভারতের নব্য অধিনায়ককে পরামর্শ কাইফের, কিন্তু কেন?
দলের প্রয়োজনে কাজে আসছেন না সামি, অস্ট্রেলিয়া সফরে তারকা পেসারকে চেয়েছিল বোর্ড, ফিরিয়ে দেন অনুরোধ
আজই কি কেরিয়ারের শেষ ম্যাচ ধোনির? একগুচ্ছ প্রশ্ন নিয়ে নামছেন সিএসকে তারকা
সাফল্যের পায়েস চেটেপুটে খায় সবাই! গিলের কৃতিত্বের পিছনে রয়েছেন এই তারকা, জানিয়ে দিলেন যোগরাজ
টেস্ট দলে ব্রাত্য থাকার দিন আইপিএলেও হারলেন শ্রেয়স, প্রথম হওয়া হল না পাঞ্জাবের
খেলতে খেলতেই চিয়ারলিডারকে মন দেওয়া, নাইট তারকার প্রেমকাহিনি হার মানায় সিনেমাকেও
আইপিএল থেকে কাঁড়ি কাঁড়ি বেতন পান ধারাভাষ্যকাররা? টাকার অঙ্ক মাথা ঘুরিয়ে দেওয়ার মতো
৫ কোটি থেকে ২৩ কোটি, ভরসা করেছিলেন এই তারকার উপরে, কাব্য মারানকে ভাসালেন সেই ক্রিকেটারই
ইংল্যান্ডে ওপেন করবেন কারা? গম্ভীর জানিয়ে দিয়েছেন গোপনে
লর্ডসে থাকছে ভারত! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে মেগা আপডেট
ঘোর বিপদে পাকিস্তান, ভারত না থাকলে হাজার হাজার কোটির ক্ষতি, দিশেহারা প্রতিবেশী দেশ
দিগ্বেশকে ব্যান করেও বিসিসিআইয়ের মুখে চুনকালি, নোটবুক সেলিব্রেশনে ভাইরাল হলেন আরও এক তরুণ
লম্বা স্পেল করার জায়গায় নেই, টেস্ট দল থেকে বাদ পড়ার সম্ভাবনা সামির
বিরল নজির রুটের, টপকে গেলেন শচীন, পন্টিংদের